সঠিক উত্তর হচ্ছে: সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য ( ১৫আগস্ট ১৯২৬ - ১৩ মে ১৯৪৭) ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।\nউল্লেখযোগ্য রচনাবলিঃ \nছাড়পত্র (১৯৪৭) পূর্বাভাস (১৯৫০) ঘুম নেই (১৯৫০)\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]