সঠিক উত্তর হচ্ছে: কাজী মোতাহার হোসেন
ব্যাখ্যা: কাজী মোতাহার হোসেন ছিলেন একজন বাংলাদেশি পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক।১৯২৬ সালে কাজী আব্দুল ওদুদ, সৈয়দ আবুল হোসেন ও আবুল ফজলের সাথে তিনি \"মুসলিম সাহিত্য সমাজ\" গড়ে তোলেন। এই সংগঠনের পক্ষ থেকে তিনি কিছুকাল \'শিখা\' নামক পত্রিকা সম্পাদনা করেন।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]