সঠিক উত্তর হচ্ছে: জসীমউদ্দীন
ব্যাখ্যা: জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। \'পল্লীকবি\' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।\nরঙিলা নায়ের মাঝি (১৯৩৫)\nগাঙের পাড় (১৯৬৪)\nজারি গান (১৯৬৮)\nমুর্শিদী গান (১৯৭৭) ইত্যাদি তার রচিত সঙ্গীত গ্রন্থ।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]