সঠিক উত্তর হচ্ছে: ১/২
ব্যাখ্যা: ১৫ থেকে ৩০ পর্যন্ত ১৬ টি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে ৪টি যথা: ১৭, ১৯, ২৩ এবং ২৯ আবার ১৫ থেকে ৩০ পর্যন্ত বিজোড় সংখ্যা আছে ৮টি ।
যথা, ১৫, ১৭, ১৯, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ (এই ৮টির মধ্যেই আগের ৪টি ও আছে)
\nসুতরাং একটি সংখ্য নিলে তা মৌলিক বা বিজোড় হওয়ার সম্ভাবনা = ৮/১৬ = ১/২ (উত্তর)
\n৪টি+৮টি = ১২টি সংখ্যা ধরে হিসেব করলে ভুল হবে। কারণ ১২টি আলাদা সংখ্যা নেই।