সঠিক উত্তর হচ্ছে: ক্রমহ্রাসমান
ব্যাখ্যা: বাংলাদেশের অর্থনীতিতে সেবাখাত ও কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান ও শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান। জিডিপিতে সেবাখাতের ২০১৮-১৯ অর্থবছরের অবদান ৫১.২৬%, ২০১৭-১৮ অর্থবছরে ছিলো ৫২.১১% এবং তার আগে ৫৩% এর উপরে ছিলো। সুতরাং তা ক্রমহ্রাসমান। সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।