সঠিক উত্তর হচ্ছে: শিলভদ্র
ব্যাখ্যা: চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ বা ইউয়ান চোয়াং - এর দীক্ষাগুরু ছিলেন নালন্দা বিহার / নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্র। অতীশ দীপঙ্কর হলেন বাংলাদেশের মুন্সীগঞ্জে জন্ম নেওয়া একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রচারক ছিলেন। মা হুয়ান ছিলেন চীনা - দূত। তিনি ১৪০৬ সালে বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে মেগাস্থিনিস ছিলেন গ্রিসের একজন পর্যটক এবং ভূগোলবিদ।