সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। এছাড়া বন্দী শিবির থেকে (১৯৭২), উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ (১৯৮২), বিধ্বস্ত নিলীমা (১৯৬৭), নিরালোকে দিব্যরথ(১৯৬৮), নিজ বাসভূমে (১৯৭০) ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ (একাদশ ও দ্বাদশ শ্রেণী)]