সঠিক উত্তর হচ্ছে: ১৩টি
ব্যাখ্যা: এখানকার জনগোষ্ঠীর অধিকাংশই মঙ্গোলীয় শ্রেণিভুক্ত।
\nপ্রধান প্রধান মঙ্গোলীয় উপজাতির মধ্যে রয়েছে চাকমা, ত্রিপুরা, মুরং ও মগ। প্রকৃতপক্ষে ১৩টি স্বতন্ত্র উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে।
\nএরা প্রায় একশ ভিন্ন ভিন্ন গোত্রে বিভক্ত। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ছিল ১০ লক্ষ ৫ হাজার ৩৬২ জন।
\nঅধিকাংশ চাকমা ও মারমা বৌদ্ধধর্মের অনুসারী, ত্রিপুরার অধিবাসিরা হিন্দু ধর্মের আর মিজো, বম ও থেয়াং খ্রিস্টান। অন্য কিছু গোত্র আত্মা, প্রাণী ও উদ্ভিদের পূজারী।