সঠিক উত্তর হচ্ছে: ৪৪-৪৬ শতাংশ
ব্যাখ্যা: ইউরিয়া সারে মোট নাইট্রোজেন পুষ্টি উপাদানের পরিমাণ ৪৬.০% ।ইউরিয়া বহুল ব্যবহৃত নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। এটি প্রিল্ড, গ্রানুলার, পেলেট, পাউডার এবং ক্ষুদ্র স্ফটিক হিসেবে উৎপাদিত হয়। সহজে পানিতে গলে যায় বা দ্রবীভূত হয়। দেখতে সাদা ধবধবে বা অনেক ক্ষেত্রেই রঙবিহীন। এ সারের কোনো গন্ধ নেই। এটি অম্লীয় বা ক্ষারীয় নয়।