সঠিক উত্তর হচ্ছে: স্ট্রাসবার্গার
ব্যাখ্যা: ক্রোমোজোম\r\n\r\n? বংশগতির প্রধান উপাদান বলা হয় ক্রোমোজোমকে\r\n\r\n? ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি (Physical basis of heredity) বলে আখ্যায়িত করা হয়\r\n\r\n? বিজ্ঞানী Strusburger ১৮৭৫ সালে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন।\r\n\r\n? প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে এর ডিপ্লয়েড (দুই সেট ক্রোমোজোম যার একসেট পিতা থেকে আসে এবং আর একসেট মাতা থেকে আসে) সংখ্যা ২ থেকে ১৬০০ পর্যন্ত হতে পারে। প্রতিটি প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। \r\n\r\n? কোষ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দশায় ক্রোমোজোম স্পষ্ট হয়।