সঠিক উত্তর হচ্ছে: ক্যারিবীয় প্লেট
ব্যাখ্যা: → প্রধান টেকটোনিক প্লেট : আফ্রিকার প্লেট, অ্যান্টার্কটিকার প্লেট, ইন্দো-অস্ট্রেলীয় প্লেট (ভারতীয় প্লেট, অস্ট্রেলীয় প্লেট), ইউরেশীয় প্লেট, উত্তর আমেরিকার প্লেট, দক্ষিণ আমেরিকার প্লেট এবং প্রশান্ত মহাসগরীয় প্লেট। \r\n\r\n→ অপ্রধান টেকটোনিক প্লেট : আরব্য প্লেট, ক্যারিবীয় প্লেট, জুয়ান দে ফুকা প্লেট, কোকাস প্লেট, নাজকা প্লেট, ফিলিপিনীয় প্লেট, স্কেশিয়া প্লেট ইত্যাদি। (সূত্র: উইকিপিডিয়া)