সঠিক উত্তর হচ্ছে: নিত্য সমাস
ব্যাখ্যা: যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য দেশ = দেশান্তর; ঈষৎ লাল = লালচে, অন্যকাল = কালান্তর, কেবল দর্শন= দর্শনমাত্র ইত্যাদি। \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]