সঠিক উত্তর হচ্ছে: পরিবারে
ব্যাখ্যা: নীতি ও উচিত- অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরন যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্ত বোধ করে। নিজে অন্যায় না করা ও আরেকজনকে করতে নিষেধ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি নৈতিক মূল্যবোধ। উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) বই।