সঠিক উত্তর হচ্ছে: উপমিত কর্মধারয়
ব্যাখ্যা: হাড়ি মুখ উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এর সাধারণ গূনের উল্লেখ না করে উপমানের সাথে যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এমন আরো কিছু উদাহরণ হলো- চরণ কমল, চরণ পদ্ম, চাঁদমুখ, সিংহপুরুষ, নয়ন পদ্ম, করপল্লব ইত্যাদি [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা]