সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। এর ব্যাস বাক্য হবে চৌ চাল যে ঘরের।এটি একটি বিশেষ ঘরকে নির্দেশ করে অর্থাৎ বিশেষ অর্থ বহন করে। তাই এটি সংখ্যা বাচক বহুব্রীহি সমাস। দ্বিগু সমাসে বিশেষ অর্থ বহন করেনা তা বিশেষ্য হয়। অন্যদিকে সংখ্যাবাচক বহুব্রীহি বিশেষণ পদের হয়।[তথ্যসূত্রঃভাষা শিক্ষা]