সঠিক উত্তর হচ্ছে: দশানন
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি, দশ আনন যার = দশানন, নদী মাতা যার = নদীমাতৃক, হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি ইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]