সঠিক উত্তর হচ্ছে: ইজরায়েল
ব্যাখ্যা: করোনার নতুন ধরণ ফ্লুরোনা ধরা পড়েছে ইজরায়েলে। মানবদেহে যদি সমান্তরাল ভাবে সাধারণ ফ্লু ও করোনা দুই ভাইরাসের উপসর্গ থাকে তবে তাকে বলা হয় ফ্লুরোনা। এটি এমন এক অবস্থা যখন ব্যক্তি দ্বৈত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়৷ এর একটি ইনফ্লুঞ্জা ও একটি করোনা[তথ্যসূত্রঃ Reuters]