সঠিক উত্তর হচ্ছে: ২১৬ বর্গ মিটার
ব্যাখ্যা: রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৩৪ × ২৪) = ৮১৬ বর্গ মিটার। এখন, রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য = ( ৩৪ - ৪) = ৩০ মিটার। আবার, রাস্তা ছাড়া বাগানের প্রস্থ = (২৪ - ৪) = ২০ মিটার। অর্থাৎ, রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল = (৩০ × ২০) = ৬০০ বর্গ মিটার। সুতরাং, রাস্তার ক্ষেত্রফল = (৮১৬ - ৬০০) = ২১৬ বর্গ মিটার।