সঠিক উত্তর হচ্ছে: পদ্মরাগ
ব্যাখ্যা: বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস \'পদ্মরাগ\' (১৯২৪)। তবে সাহিত্য সমালােচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসােপম গদ্য-আখ্যায়িকা বলে অভিহিত করেছেন। উপনাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা, যার প্রণয়প্রার্থী লতিফ।
\'পদ্মাবতী\' (১৬৪৮) মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য।
\'পদ্মগোখরা\' কাজী নজরুল ইসলাম রচিত গল্প। ‘পদ্মমণি\' কবি উত্তম দাশ রচিত একটি কবিতা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।