সঠিক উত্তর হচ্ছে: গ্রামান্তর
ব্যাখ্যা: সমস্তপদে \'অন্তর\' কথাটি থাকলে তা সাধারণত নিত্য সমাস হয়। যেমনঃ গ্রামান্তর, কালন্তর, হস্তান্তর ইত্যাদি। গ্রামান্তর সমস্তপদের বাসবাক্য অন্য গ্রাম। সমস্তপদে প্র, প্রতি, অনু অব্যয়/উপসর্গ থাকলে তা প্রাদি সমাস। যেমন - প্রগতি, প্রভাব, অনুতাপ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]