সঠিক উত্তর হচ্ছে: সরিষার খৈল
ব্যাখ্যা: সরিষা খৈল খুব উপকারী একটি জৈব সার। অনেকে বলে থাকেন সরিষা খৈল গাছের জন্য হরলিক্স এর মতো কাজ করে ।\n\nগাছের বৃদ্ধিতে সাহায্য করে, কারন এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে।\n\nসরিষার খৈল দিয়ে দুই ভাবে জৈব সার তৈরী করা যায়। তবে তরল আকারে তৈরী জৈব সার ব্যবহার সহজ এবং বেশ কার্যকরী।\n\nসরিষার খৈল এর দ্রবন থেকে যে উপকারী তরল সার তৈরি হয় তা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।