সঠিক উত্তর হচ্ছে: অনেক, অধিক
ব্যাখ্যা: দুটি বস্তুর মধ্যে অতিশায়নে জোর দিতে হলে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর প্রভৃতি বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয়।\nবাংলা শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা, থেকে ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়।\nতৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে \'তর\' এবং বহুর মধ্যে \'তম\' প্রত্যয় যুক্ত হয়ে থাকে।\n[তথ্যসূত্রঃ দৈনিক যায় যায় দিন]