সঠিক উত্তর হচ্ছে: আইনসভা
ব্যাখ্যা: আইনসভা হলো একটি দেশ বা শহরের মতো রাজনৈতিক সত্তার জন্য আইন তৈরি করার কর্তৃত্ব সহ একটি সুচিন্তিত পরিষদ। আইনসভা বেশিরভাগ সরকারের গুরুত্বপূর্ণ অংশ গঠন করে; ক্ষমতা বিকেন্দ্রীকরণ মডেলে তারা প্রায়শই সরকারের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের বিপরীত হয়ে থাকে।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান তত্ত্ব ও বিশ্লেষণ মোঃ আরিফুল ইসলাম ]\n