সঠিক উত্তর হচ্ছে: অর্থনৈতিক অধিকার
ব্যাখ্যা: কর্মের অধিকার, ন্যা্য্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার, বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি হলো অর্থনৈতিক অধিকার। । [সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই, প্রঃ মোঃ মোজাম্মেল হক।]