সঠিক উত্তর হচ্ছে: নজরুল ইসলাম
ব্যাখ্যা: সর্বহারা কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৬ খৃষ্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। সর্বহারা কাব্যগ্রন্থে ১০ টি কবিতা রয়েছে:\n১. সর্বহারা\n২. কৃষাণের গান\n৩. শ্রমিকের গান\n৪. ধীবরদের গান\n৫. ছাত্রদলের গান\n৬. কাণ্ডারী হুশিয়ার\n৭. ফরিয়াদ\n৮. আমার কৈফিয়ত\n৯. প্রার্থনা\n১০. গোকুল নাগ