সঠিক উত্তর হচ্ছে: ৪০৩ টি
ব্যাখ্যা: মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন। ১৯০৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক আবিষ্কৃত হয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চন্ডীদাস। এতে ১৩টি খন্ড রয়েছে। রাধা, কৃষ্ণ ও বড়াই প্রধান তিনটি চরিত্র। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ৪০৩ টি ভনিতা রয়েছে। উৎস: Hello BCS বাংলা লেকচার।