সঠিক উত্তর হচ্ছে: মটোরোলা
ব্যাখ্যা: মোবাইল ফোন তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল অর্থ ভ্রাম্যমান বা স্থানান্তরযোগ্য। এই ফোন সহজে যে কোন স্থানে বহন এবং ব্যবহার করা যায় বলে একে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। ৪ এপ্রিল, ১৯৭৩ মার্টিন কুপার মটরোলা কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। এই জন্য মার্টিন কুপারকে প্রথম মোবাইল ফোনের আবিষ্কারক বলে অভিহিত করা হয়। মোবাইল বা সেলুলার টেলিফোন ইউনিটে মূল তিনটি অংশ রয়েছে। যথা –\r\n\r\n ? কন্ট্রোল ইউনিট \r\n ? ট্রান্সিফার \r\n ? অ্যান্টনা সিস্টেম