সঠিক উত্তর হচ্ছে: ঠেলে নেওয়া ব্যক্তির
ব্যাখ্যা: রোলার ঠেলে নেওয়ার সময় প্রযুক্ত বলের একটি অংশ নিচের দিকে কাজ করে। রোলারের ওজনের সাথে প্রযুক্ত বলের একটি অংশ নিচের দিকে নিচের দিকে কাজ করায় রোলারের ওজন বৃদ্ধি পায় ও ঘর্ষণ বেশি হয়। তাই রোলার টানা কষ্টকর হয়। রোলার টেনে নেওয়ার সময় প্রযুক্ত বলের একটি অংশ রোলারের ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। ফলে রোলারের ওজন কম অনুভূত হয় এবং ঘর্ষণ কমে যায়। ফলে রোলার টেনে নেওয়া অপেক্ষাকৃত সহজ হয়।