সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: ? কর্মধারয় সমাস
\n\n?কেমন হতে পারে কর্মধারয় সমাস?
\nদুইটি বিশেষণ একটি বিশেষ্যকে নির্দেশ করে-
\nযে চালাক সে চতুর = চালাক-চতুর।
\nলক্ষ্য করুন, ‘চালাক’ ও ‘চতুর’ শব্দ দুটো (বিশেষণ) একটি ব্যক্তিকে (বিশেষ্য) নির্দেশ করছে। তাই এটি কর্মধারয় সমাস। এরূপ- যে শান্ত সেই শিষ্ট = শান্ত-শিষ্ট।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nদুইটি বিশেষ্য পদ একটি ব্যক্তিকে নির্দেশ করে-
\nযিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব [৩৫তম বিসিএস]।
\nলক্ষ্য করুন, ‘জজ’ ও ‘সাহেব’ দুটো বিশেষ্য পদ একটি ব্যক্তিকেই নির্দেশ করছে। তাই এটি কর্মধারয় সমাস। এরূপ- যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি, যিনি রাজা তিনিই বাহাদুর = রাজবাহাদুর।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\nদুটি কৃদন্ত পদের সংযোগ
\nআগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা।
\nপরম্পরা বোঝানোর ক্ষেত্রে দুটি কৃদন্ত পদের সংযোগ হলে সেটিকে কর্মধারয় সমাস বলা হয়।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nপূর্বপদে স্ত্রীবাচক →
\nসমস্তপদে পুরুষবাচক হয় সুন্দরী যে লতা = সুন্দরলতা। ব্যাসবাক্যের পূর্বপদের স্ত্রীবাচক শব্দ ‘সুন্দরী’ সমস্তপদে পুরুষবাচক (সুন্দর) হয়েছে।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nমহৎ ও মহান →
\nমহা মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান; মহান যে নবী = মহানবী [পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯; সোনালী ব্যাংক লি. অফিসার: ৯৮]।
\n‘মহৎ’ ও ‘মহান’ শব্দ দুটো সমস্তপদে ‘মহা’ হয়েছে। তাই এটি একটি কর্মধারয় সমাসের উদাহরণ।\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nকু + স্বর ধ্বনি →
\nকৎ কু যে আচার = কদাচার। [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯]
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nরাজা → রাজ
\nমহান যে রাজা = মহারাজ। রাজা সাধিত হয়ে রাজ হয়।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nবিশেষ্য আগে এবং বিশেষণ পরে-
\nঅধম যে নর = নরাধম [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের জুনিয়র অডিটর: ১৪], সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ। সমস্তপদে বিশেষ্য (নর, আলু) আগে এবং (অধম, সিদ্ধ)।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nউপরের সবগুলো ক্যাটাগরিতে উদাহরণসমূহের ‘পরপদের অর্থ প্রাধান্য’ পেয়েছে এবং একটি ‘তুলনা’ বোঝানো হয়েছে।