সঠিক উত্তর হচ্ছে: লোকসাহিত্য
ব্যাখ্যা:
মধ্যযুগের সাহিত্য মূলত ধর্মকেন্দ্রিক। সেখানে মানবতা গৌণ বিষয়।
কিন্তু লোকসাহিত্য এর ব্যতিক্রম।
কারণ, এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়, মানুষের গুরুত্ব অধিক এবং তার প্রণয় ও কামনাকে মুখ্য বিবেচনা করা হয়েছে।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর