নিচের অপশন গুলা দেখুন
- দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
- দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
- দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
- দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
বিশেষ্য পদের সঙ্গে পুনরায় বিশেষ্যবাচক ‘তা\' প্রত্যয় যুক্ত করলে শব্দ অশুদ্ধ হয়।
যেমন - সৌজন্য, দৈন্য, দারিদ্র্য, আলস্য ইত্যাদি বিশেষ্য পদ।
এগুলোর সাথে পুনরায় বিশেষ্যবাচক \'তা\' যােগ করে সৌজন্যতা, দৈন্যতা, দারিদ্রতা, আলস্যতা করলে তা অপপ্রয়োগ জনিত অশুদ্ধ হবে।
এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরঃ ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।