সঠিক উত্তর হচ্ছে: রাজ + নী
ব্যাখ্যা: \'রাজ্ঞী\' এর সঠিক সন্ধি বিচ্ছেদ রাজ্ + নী।\n\nতালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়।\n\nঅর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়।\n\nচ+ন = চ+ঞ\n\nযাচ+না = যাচ্ঞা,\n\nরাজ+নী = রাজ্ঞী,\n\nজ+ন = জ+ঞ\n\nযজ+ন = যজ্ঞ।