সঠিক উত্তর হচ্ছে: জমিদার দর্পন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত \'জমিদার দর্পন\'। কৃষকদের জীবনে জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তারপি প্রামাণ্য চিত্র এই নাটকে অঙ্কিত হয়েছে। নাটকের প্রধান চরিত্রঃ আবু মোল্লা, হায়ওয়ান আলী জমিদার, নূরন্নেহার, জিতুমোল্লা। এছড়া \'বসন্তকুমারী\' এই লেখকের প্রথম নাটক। যা বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক।