সঠিক উত্তর হচ্ছে: বায়ুপ্রবাহের প্রভাব
ব্যাখ্যা: পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবনতা, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্য এবং মহাদেশের অবস্থান ও আকৃতি প্রভৃতির প্রভাবে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হলে তাকে সমুদ্রস্রোত বলে।পৃথিবীর বিভিন্ন সাগর ও মহাসাগর গুলিতে এই সমুদ্রস্রোত সৃষ্টির নানা কারণ রয়েছে। যেমনঃ\nনিয়ত বায়ুপ্রবাহ , পৃথিবীর আবর্তন গতি,সমুদ্র জলে উষ্ণতা তারতম্য, সমুদ্র জলে লবনতার তারতম্য, বরফের গলন ইত্যাদি।