সঠিক উত্তর হচ্ছে: সচিবালয়
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোঃ উপজেলা প্রশাসন → জেলা প্রশাসন → বিভাগীয় প্রশাসন → সচিবালয়।
অন্যদিকে, স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ ও সর্বোচ্চ স্তর - জেলা পরিষদ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বোর্ড বই।