সঠিক উত্তর হচ্ছে: বৃষ্ + তি
ব্যাখ্যা: ‘ষ’ (মূর্ধন্য ষ ধ্বনি) এর পরে অঘোষ দন্ত্য ধ্বনি (ত, থ) থাকলে সেগুলো অঘোষ মূর্ধন্য ধ্বনি (ট, ঠ) হয়ে যায়। [রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৯] [শর্টকাট : ষ + ত/থ = ট/ঠ] । যেমন- \r\n\r\nবৃষ্ + তি = বৃষ্টি [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯]\r\nষষ্ + থ = ষষ্ঠ [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৬] \r\nকৃষ্ + তি = কৃষ্টি