সঠিক উত্তর হচ্ছে: হিস্টোলজি
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? অঙ্গসংস্থান (Morphology) : জীবের দৈহিক গঠন বর্ণনা। \r\n\r\n? শ্রেণিবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি (Taxonomy) : জীবের শ্রেণিবিন্যাস ও রীতিনীতিসমূহ এ শাখার আলোচিত বিষয়। \r\n\r\n? শরীরবিদ্যা (Physiology) : জীবদেহের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়। \r\n\r\n? হিস্টোলজি (Histology) : জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি এ শাখায় আলোচনা করা হয়। \r\n\r\n? ভ্রূণবিদ্যা (Embryology) : জীবের ভ্রূণের পরিস্ফুটন সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆