ব্যাখ্যা: মোট বলের সংখ্যা ৬+৮+১০ = ২৪টি। তাই দৈবভাবে বল নিলে মোট ফলাফল হবার ঘটনাও ২৪টি। এখন সাদা বল না হওয়ার ঘটনা হবে ৬+১০ =১৬বার (কারণ ১৬ বার নীল ও কালো বল উঠতে পারে) \r\n\r\nতাহলে, ১৬/২৪ = ২/৩ (উত্তর)।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।