সঠিক উত্তর হচ্ছে: নাটক
ব্যাখ্যা: \'মায়ার খেলা\' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি- গীতিনাট্য। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- বাল্মীকি প্রতিভা, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, বিসর্জন, চিত্রাঙ্গদা, মালিনী, শারোদৎসব, প্রায়াশ্চিত্ত, রাজা, অচলায়তন, ডাকঘর, বসন্ত, তাসের দেশ, রক্তকরবী, কালের যাত্রা, চিরকুমার সভা, নটীর পূজা, পরিত্রাণ ইত্যাদি।