সঠিক উত্তর হচ্ছে: ৮
ব্যাখ্যা: ১৯৬৬ সালে ৬ দফার দাবিতে বঙ্গবন্ধু মোট ৮ বার গ্রেফতার হয়েছিলেন। এম্নিতে সংসদে দেওয়া প্রশ্নোউত্তর পর্ব অনুযায়ী মোট ৪৬৮২ দিন কারাগারে ছিলেন।।ছয় দফা নিয়ে আন্দোলন তার জীবনের অন্যতম একটি প্রধান সংগ্রাম ছিলো। উল্লেখ্য ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী তিনি ৬ দফা ঘোষণা করেন। ৬ দিবস ৭ জুন পালিত হয়। [তথ্যসূত্রঃ প্রথম আল]