সঠিক উত্তর হচ্ছে: বাংলার বারাে ভূইঞাদের একজন
ব্যাখ্যা: প্রতাপাদিত্য (বাংলা: প্রতাপাদিত্য) (১৫৬১–১৬১১ CE) একজন জমিদার ছিলেন, পরবর্তীতে একজন হিন্দু রাজা হিসাবে আত্ম প্রকাশ করেন।, বারো ভুঁইয়ার অন্যতম প্রতাপশালী জমিদার ছিলেন।[১] তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার জামিদারী উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে, বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া, যশোর ও নড়াইল পর্য়ন্ত বিস্তৃত ছিল। অনেকে বলে থাকেন প্রাচীন গৌড় রাজ্যের যশ হরণ করে ‘যশোহর’ হয়েছিল।