সঠিক উত্তর হচ্ছে: ঘরে-বাইরে
ব্যাখ্যা: ঘরে-বাইরে চলিতভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় ১৯১৫ সালে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য চরিত্রঃ নিখিলেশ, বিমলা, স্বন্দীপ ইত্যাদি। তার লেখা চার অধ্যায় উপন্যাসটিও একটি রাজনৈতিক উপন্যাস। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।