সঠিক উত্তর হচ্ছে: ঘরে বাইরে
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষারীতিতে লেখা প্রথম উপন্যাস \'ঘরে বাইরে\' (১৯১৬)। এই উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত৷১৯৮৪ সালে সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে \'\'ঘরে বাইরে\'\' চলচ্চিত্র নির্মাণ করেন৷ [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]