সঠিক উত্তর হচ্ছে: ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী
ব্যাখ্যা: ইন্দো-ইউরোপীয়>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য>প্রাচীন ভারতীয় কথ্য আর্য>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/গৌরীয় প্রাকৃত>মাগধী অপভ্রংশ/গৌরীয় অপভ্রংশ>বঙ্গ-কামরুপী>বাংলা। সুতরাং বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত।