সঠিক উত্তর হচ্ছে: শব্দ প্রয়োগজনিত
ব্যাখ্যা: বাক্যে অশুদ্ধ শব্দের প্রয়োগে বাক্য অশুদ্ধ হয়ে পড়ে। যেমনঃ \nঅশুদ্ধ : আমার টাকার আবশ্যক নাই।\nশুদ্ধ : আমার টাকার আবশ্যকতা নাই।\nদুর্নীতির মামলায় মমিনকে \"বন্দী\" করা হইয়াছে। বাক্যে বন্দী শব্দটি \'শব্দ প্রয়োগজনিত\' কারণে অশুদ্ধ।\nশুদ্ধ হবে - দুর্নীতি মামলায় মমিন কে আটক করা হয়েছে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]