সঠিক উত্তর হচ্ছে: এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না
ব্যাখ্যা: আসল হীরার ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। আসল হীরা যেভাবে আলোর প্রতিফলন ঘটায় তা সত্যিই দারুণ। হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রঙের আলোকচ্ছটা দেখা যাবে, যাকে বলা হয় \'ব্রিলিয়ান্স\'। আর বাইরের দিকে প্রতিফলিত হবে রংধনুর রঙ যাকে বলা হয় \'ফায়ার\'। কিন্তু নকল হীরার ভেতরে রংধনুর রঙ দেখতে পাওয়া যাবে।