সঠিক উত্তর হচ্ছে: প্লাস্টিড আর এর রং এর জন্য
ব্যাখ্যা: ? লিউকোপ্লাস্টের ব্যাখ্যা \r\nপ্লাস্টিড\r\n“হোক কলরব ফুলগুলো সব,লাল না হয়ে নীল হল ক্যান?________এই গানটা তো সবাই প্রায় শুনেছি আমরা। প্রশ্ন জাগে কেন লাল হয়,কেন নীল হয় ফুলগুলি? কেনই বা পাতা সবুজ হয়? কেনই বা মূলগুলি হয় বর্ণহীন? ব্যাপারটি হলো- প্লাস্টিড আর এর রং এর জন্য বিচিত্র রং আমরা দেখতে পাই। \r\n\r\nএখন জানা যাক প্লাস্টিড কতপ্রকার আর কি কি:\r\n ১. লিউকোপ্লাস্ট।\r\n ২.ক্রোমোপ্লাস্ট।\r\n ৩.ক্লোরোপ্লাস্ট।\r\n\r\nলিউকোপ্লাস্ট: লিউকোপ্লাস্ট তিন প্রকারের হয়ে থাকে-\r\n১। অ্যামাইলোপ্লাস্ট: এরা স্টার্চ বা শেতসার সঞ্চয় করে।\r\n২। ইলায়োপ্লাস্ট : চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে এরা।\r\n৩। অ্যালিউরোপ্লাস্ট: এরা প্রোটিন সঞ্চয় করে।\r\n\r\nক্রোমোপ্লাস্ট: ক্রোমোপ্লাস্টের কোন প্রকারভেদ নেই। এরা রঙ্গিন প্লাস্টিড। এতে সবুজ বাদে অন্যান্য পিগমেন্ট থাকে। \r\nযেমন ক্যারোটিন (লালকমলা),জ্যান্থফিল(হলুদ),অ্যান্থসায়ানিন(নীল),ফিউকজ্যান্থিন(বাদামী) ইত্যাদি। এইসব পিগমেন্ট থাইলাকয়েডে থাকে।এসব পিগমেন্টের জন্যই ফুল রঙ্গিন হয়।\r\n\r\nক্লোরোপ্লাস্ট: ক্লোরোপ্লাস্ট গঠিত ক্লোরো ফিল-এ,ক্লোরোফিল-বি,ক্যারোটিন,জ়্যান্থফিল মিলে। উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ১০-৪০ টা ক্লোরোপ্লাস্ট থাকে!\r\n══━━━━✥◈✥━━━━══