সঠিক উত্তর হচ্ছে: পুঞ্জি
ব্যাখ্যা: খাসিয়ারা ঘর বাড়ি গুলো পাহাড় টিলায় নির্মাণ করে। এরা গ্রামকে পুঞ্জি বলে। পুঞ্জির প্রধানকে বলা হয় হেড ম্যান। একটি গ্রাম বা পুঞ্জির বিচার-আচার ও ভালো মন্দ দেখার দায়িত্ব থাকে হেডম্যানের উপর।তাদের সামাজিক কাঠামো মাতৃতান্ত্রিক।