নিচের অপশন গুলা দেখুন
- বিসর্জন
- বসন্ত
- ডাকঘর
- রক্তকরবী
বিসর্জন\' (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। \'রাজর্ষি\' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে \'বিসর্জন\' নাটকটি রচিত হয়।
- এই নাটকে গোমতী নদীর কথা উল্লেখ আছে ।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র: জয়সিংহ, রঘুপতি, অর্পনা ।
- নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
উল্লেখ্য, চিত্রাঙ্গদা নাটকটিও অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক রুদ্রচন্ড ( ১৮৮১)।
- তবে অনেকের মতে বাল্মিকী প্রতিভা (১৮৮১) প্রথম প্রকাশিত নাটক ।
তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো :
- রুদ্র চন্দ্র
- বাল্মিকী প্রতিভা
- কালের যাত্রা
- তাসের দেশ
- ডাকঘর
- মালিনী ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।