সঠিক উত্তর হচ্ছে: উপন্যাস
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ্ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন।\nউল্লেখযোগ্য উপন্যাস-\nলালসালু (১৯৪৮)\nচাঁদের অমাবস্যা (১৯৬৪)\nকাঁদো নদী কাঁদো (১৯৬৮)\nকদর্য এশীয়, ফাল্গুন (২০০৬, মরনোত্তর)\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]